ইউনিয়ন পরিষদের কাযাবলী
* ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন সমস্যা সমাধান কল্পে সভা।
* কেন্দ্রিয় সরকারের বিভিন্ন কাজ বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে প্রচারনা।
* আইন - শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসন কে সহায়তা করা।
* বয়স্ক ভাতা বিতরনের জন্য দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধীকার ভিত্তিতে তালিকা প্রণয়ন।
* বিধবা ভাতা বিতরনের জন্য দুঃস্থ মহিলাদের নামের অগ্রাধীকার তালিকা প্রণয়ন।
* দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীদের ভাতা বিতরনের জন্য নামের অগ্রাধীকার তালিকা প্রনয়ন।
* বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়ন।
* ৭৫.০০০/= (পচাত্তর হাজার) টাকা পর্যন্ত গ্রাম আদালত পরিচালনা করে উহার সালিশ বোর্ডের মাধ্যমে অভিযোগের সমাধান।
* স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো্এবং তার ব্যবহার নিশ্চিত করা।
* জন্ম - মৃত্য. অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিব্ধন করা।
* সাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উৎসাহ করা।
বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্য সনদসহ বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, শিক্ষা কার্যক্রম পরিচালনা, রাস্তা ঘাট, পুল কালর্ভাট নিমার্ণ ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস